Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪, রবিবার,২০ নভেম্বর ২০১৬:

তুমি ফিরে আসবে
মো: মিজানুর রহমান

index
তুমি ফিরে আসবে-
লাল-সবুজের দেশে,
তোমার পিতা ঘোষণা দিয়ে
সন্মুখে নিজে যুদ্ধ করে
স্বাধীন করেছে এই বাংলাদেশ।
আজ, তোমারী অপেক্ষায়
কোটি-কোটি জনতা,
দিন-দিন প্রহর গুণছে।

ওরা, এই দেশটা লুট-পুটে খাচ্ছে।
কেউ কথা বললে, ওরা গুম করছে।
রাজপথে নামলে-ওরা ধরছে, মারছে।
মিথ্যা অযুহাতে রিমা-ে নিচ্ছে,
নয়তো-বা গুলি করে পঙ্গু করছে।

ওরা মানুষের মানবতা ধ্বংস করছে,
ওরা গণতন্ত্রকে পদ-দলিত করছে।

2012-04-29-17-02-07-4f9d740fc15fe-22
ওদের ভয়ে মানুষ মুখে তালা দিয়েছে,
আর নিরবে-নিভৃতে গুমরে গুমরে কাঁদছে।
তাই মানুষ দিন গুনছে
আর আশাবাদ করছে,
তুমি ফিরে আসবে-
তোমারী স্লোগানে জনতা মুখরিত হবে।
তুমি দুর্নীতি-লুটপাট, অন্যায় অবাঞ্চিত করবে।
তুমি তোমার পিতার মতো-জনতার মাঝে মিশবে।
ধ্বংসস্তুপ গণতন্ত্রকে স্ব-রুপে ফিরে দিবে।
মানুষের মানবতা ও অধিকার বজায় রাখবে।
তুমি এই দেশ ও জাতির হাল ধরবে, নেতৃত্ব দিবে
তোমারী হাতে যোগ্যভাবে দেশ এগিয়ে যাবে।
তুমি ফিরে আসবে-
তোমার মাঝে সবায়
স্বপ্ন খুঁজে পাবে।
তুমি আশার প্রদীপ
র্নিভরতার প্রতীক।
তাই, বিজয় বিজয় তোমারী হোক
তুমি-তুমিই হবে
আগামী দিনের রাষ্ট্রনায়ক।
লেখকঃ মো: মিজানুর রহমান-লেখক,সাংবাদিক ও কলামিস্ট।