Wed. Oct 15th, 2025
Advertisements

4kখোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:  খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশের বাঁধার মুখে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। শনিবার সকালে খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকা থেকে ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শাপলা চত্বরের দিকে যেতে চাইলে গণপূর্ত ভবনের সামনে সদর থানার ওসি তারেক মোহাম্মদ হান্নানের নেতৃত্বে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানে তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সহ সভাপতি শরিফুল ইসলাম আসাদ প্রমুখ। বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাঁধাও নিন্দা জানান বক্তারা।