Sun. Aug 31st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির জেলা সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর তারই সমর্থকদের হামলায় রোববার দুপুরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন এবং উপজেলা দলীয় কার্যালয় ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীদের দাবি, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে দলীয় কাউন্সিল ছাড়াই আওয়ামী লীগ ঘনিষ্ঠদের নিয়ে অবৈধভাবে ‘পকেট কমিটি’ গঠনের পাঁয়তারা চলছে। এই অনিয়মের প্রতিবাদ এবং এর নেপথ্যে থাকার অভিযোগে জেলা সভাপতি সাদিকের অপসারণ দাবিতেই তারা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিলেন।
সমাবেশ চলাকালেই জেলা সভাপতি ডা. সাদিক, উপজেলা নেতা ছামছুল হাসান ছামছুল ও ছালাম মিয়ার নেতৃত্বে একটি গ্রুপ শাহিন আল পারভেজের নেতৃত্বে লাঠিসহ অন্যান্য অস্ত্র নিয়ে বিক্ষোভকারী ও সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই হামলার মধ্যেই শুরু হয় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারপিট। সংঘর্ষের জেরে স্থানীয় উপজেলা বিএনপির কার্যালয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। আহতদের মধ্যে সাদুল্লাপুর থানার এক পুলিশ সদস্য এবং স্থানীয় সংবাদকর্মী শাকিল মিয়া রয়েছেন।
ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় শহরজুড়ে তৈরি হয় থমথমে পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তৎপরতা বাড়ান। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার সংবাদমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
বিএনপির অভ্যন্তরীণ এই সংঘাত এবং সহিংসতা স্থানীয় পর্যায়ে দলের মধ্যে চলমান বিভক্তি ও অসন্তোষের চিত্রকেই ফুটিয়ে তুলেছে।