খোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:
আগামী ডিসেম্বরে জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রধানমন্ত্রীর সিলেট আসা উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠে তার জনসভাস্থল পরিদর্শন শেষে অর্থমন্ত্রী বলেন, “একটু লজিস্টিক সমস্যা আছে। জ্বালানি তেলের দাম কমার বিষয়ে এ মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিং হবে। সিদ্ধান্ত হতে হতে ডিসেম্বর।”
জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সিলেট আসবেন বলে জেলা প্রশাসন থেকে প্রেরিত এক পত্রে জানানো হয়েছে। পত্র অনুযায়ী প্রধানমন্ত্রী ওই দিন ১৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
অর্থমন্ত্রী এ সময় আগামী নির্বাচন সম্পর্কে বলেন, “সরকারের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ২৬ জানুয়ারি। তবে ২০১৮ সালের শেষের দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”
অর্থমন্ত্রীর সঙ্গে এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।