
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বেলা ১২টায় নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ৪০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে, আজ রাষ্ট্রীয়ভাবে এই আজীবন সংগ্রামী মহান নেতাকে এদেশ থেকে মুছে ফেলার মহাষড়যন্ত্রে লিপ্ত এই সরকার। অথচ এই আওয়ামী লীগের জন্মদাতা তিনিই। কিন্তু এই আওয়ামী লীগই তাঁর রাজনৈতিক পিতাকে অস্বীকার করছে, অবজ্ঞা করছে এবং অসম্মান করছে। যা পুরো বাংলাদেশকে লজ্জায় নিমজ্জিত করে ফেলেছে।
একটি জাতি তাঁর জাতীয় পুরুষদের অস্বীকার করে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সমৃদ্ধ হতে পারে না। সেখানে মজলুম নেতা মওলানা ভাসানী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ কোন জাতীয় ব্যক্তিত্বকেই অসম্মান বা অস্বীকার করার অধিকার কারো নেই। অথচ আওয়ামী লীগ সেই ধৃষ্টতা দেখিয়ে চলেছে। এর খেসারত আওয়ামী লীগকে একদিন দিতেই হবে।
ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক নিলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি কাজী মুনিরুল হুদা’র সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নজমুল হক নান্নু, গণ সংস্কৃতি দল সভাপতি এস. আল মামুন, মশিউর রহমান জাদু মিয়া’র কন্যা ন্যান্সি রহমান, মওলানা ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক শানু এবং ডিএলএর সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।