Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kখোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬:  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার প্রার্থী হতে অনাগ্রহ প্রকাশ করেছেন। রোববার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে তিনি তার অনাগ্রহের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
এ অবস্থায় জেলা বিএনপির দুই নেতা সাখাওয়াত হোসেন খান ও এটিএম কামাল আছেন হাইকমান্ডের চূড়ান্ত তালিকায়। সোমবার রাতে নারায়ণগঞ্জ বিএনপির ২৭টি ওয়ার্ডের নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী ঘোষণা করবেন খালেদা জিয়া।
শেষ পর্যন্ত তৈমুর আলম নির্বাচন না করলে চূড়ান্ত প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানের সম্ভাবনাই বেশি। প্রার্থী চূড়ান্ত করতে রোববার রাতে গুলশান কার্যালয়ে নারায়ণগঞ্জ বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন খালেদা জিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনির, সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, এটিএম কামাল প্রমুখ।
বৈঠক শেষে তৈমুর আলম খন্দকার বলেন, তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। যে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যে কারণে আমরা ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছি, একই কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এটা আমার প্রতিবাদ।
বৈঠক সূত্রে জানা গেছে, তৈমুর আলম খন্দকার দলের পছন্দের প্রার্থী হওয়ার পরও তিনি অনাগ্রহ প্রকাশ করায় বিকল্প প্রার্থী নিয়ে খালেদা জিয়া জেলার নেতাদের মতামত শোনেন। নানা বিচারে সাখাওয়াত হোসেনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিতে যাচ্ছে বিএনপি। জেলার সাধারণ সম্পাদক কাজী মনির বলেন, মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে। সোমবার ঘোষণা করা হবে।