Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬:  দুর্নীতি দমন কমিশন (দুদক) বেশির ভাগ ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এ কথা বলেন। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
১৩ বছরে পা দেওয়ার দুদকের এবারের প্রতিবাদ্য ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে না বলুন’।
দুদক চেয়ারম্যান বলেন, সর্বস্তরের মানুষের সহায়তা দরকার। কমিশনের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়। সর্বসাধারণকে সংস্থার প্রতি বিশ্বাস রাখতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ব্যর্থ হলেও সব সময় সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।
সম্প্রতি বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় দুদক। এ ব্যাপারে ইকবাল মাহমুদ বলেন, ছোট-বড় সবার বিরুদ্ধে পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন।