Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬:  অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃংখলা এবং সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা সম্বলিত সংবিধানের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের রায় দেয়া হবে আগামীকাল মঙ্গলবার।
কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্ল্যাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন বলে সোমবার রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানিয়েছেন।
এরআগে গত ৩ নভেম্বর বিচারপতি নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সংবিধানের ৯৫ ও ১১৬ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রিট করেন ইউনুছ আলী।
রিটে স্পিকার, আইনসচিব, মন্ত্রিপরিষদসচিব ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়।
প্রসঙ্গত, বিচার বিভাগ পৃথকীকরণের নয় বছর পূর্তি উপলক্ষে গত ৩১ অক্টোবর এক বাণীতে প্রধান বিচারপতি ১১৬ অনুচ্ছেদকে বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন।
১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন করা ‘সময়ের দাবি’ বলে মত দেন প্রধান বিচারপতি।
এর তিন দিনের মাথায় ইউনুস আলী আকন্দ রাষ্ট্রপতির ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।