Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬:  বিশ্ব শান্তি সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের গ্লোবাল পিস ইনডেক্সের (জিপিআই) ১৬৩টি দেশের মধ্যে ২.০৪৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮৩তম। আর গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ায় ১.৪৪৫ স্কোর নিয়ে এক নম্বরে রয়েছে ভুটান। ভুটানের অবস্থান ১৩তম। ২.০২৬ স্কোর নিয়ে নেপালের অবস্থান ৭৮তম। দক্ষিণ এশিয়ায় দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এবারে সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হয়েছে আইসল্যান্ড।