খোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬: চট্টগ্রাম মহানগরীতে ১ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দুইটার দিকে হালিশহর থানার মধ্যম রামপুর ধোপাপাড়ায় চীন সুলতানের বস্তি এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম মোহাম্মদ ইয়াছিন (৭) । হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াসিন বলেন, শিশুটির মা-বাবা নেই। সে নানা-নানি ও মামার সঙ্গে থাকত। শিশুটির নানি ভিক্ষা করেন। নিহত শিশু ইয়াছিন স্থানীয় আনন্দীপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। জুয়েল শিশুটিকে যৌন নির্যাতন করতেন। শিশুটি এ কথা নানা-নানিসহ সবাইকে জানিয়ে দিতে চেয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল এ ঘটনা ঘটিয়েছে। হত্যাকান্ডের সময় বাসায় আর কেউ ছিলেন না। শিশুটিকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শিশুটির মামা মো.জুয়েলকে (৪০) আটক করা হয়েছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।