খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬: আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া সম্প্রদায়ের বাকির উল উলুম মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
সোমবার মসজিদটিতে এক অনুষ্ঠান চলাকালে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ফ্রাইদুন ওবাদি জানিয়েছেন, মসজিদটিতে মুসল্লিদের দিকে বোমা নিক্ষেপ করা হলে অন্তত ২৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
এদিকে কাবুলের আরিয়ানা টেলিভিশনকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আমি লোকজনদের চিৎকার করতে এবং রক্তে ঢেকে যেতে দেখেছি। উদ্ধারকর্মীরা অন্তত ৪০টি মৃতদেহ এবং ৮০ জনকে আহত অবস্থায় মসজিদটি থেকে উদ্ধার করেছে।
এখন পর্যন্ত এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি কেউ।
যুক্তরাজ্য ভিত্তিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার বিকালে মসজিদটিতে শিয়া সম্প্রদায়েরন ‘আরাবাইন’ (চল্লিশা) অনুষ্ঠান চলছিল।
‘আরাবাইন’ হলো দশ মহররমের কারবালার বিয়োগান্তক ঘটনার চল্লিশ দিন পরের এক অনুষ্ঠান।
এর মধ্য দিয়ে হযরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার অন্য শহীদদের স্মরণে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী স্মরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।