Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬:  ৬ষ্ঠ ম্যাচে প্রথম জয়ের দেখা পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়রথ থামল। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল চিটাগং ভাইকিংস। টসে জিতে ব্যাট করতে নামা কুমিল্লার ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব বেশ ভালোভাবে পালন করলেও বোলার এবং ফিল্ডারদের ব্যর্থতায় স্বপ্নভঙ্গ হয় মাশরাফিদের।
বিপদসীমায় ছিল দুদলই। ছয় ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে মাশরাফির কুমিল্লা ভাইকিংস। আর সমান সংখ্যক ম্যাচে দুই জয়ে পঞ্চম স্থানে তামিমের চিটাগাং।
এই অবস্থায় ম্যাচ হেরে যাওয়া মানে সুপার ফোরের স্বপ্নভঙ্গ। আর সেটাই হলো মাশরাফিদের। সাত ম্যাচে ছয়টিতেই হেরে গেল কুমিল্লা।
আর এই জয়ে পয়েন্ট তালিকায় বরিশালের কাঁধে চেপে বসল তামিমের দল। দুদলেরই সমান ৬ পয়েন্ট করে রয়েছে। তবে এক ম্যাচ কম খেলেছে মুশফিকের বরিশাল। সোমবার চট্টগ্রামে মাশরাফির দলকে ছয় উইকেটে হারিয়েছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।