Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্ত থেকে সাড়ে ৮লক্ষ টাকা মূল্যের ৫৬০বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় এই মদ আটক করা হয়। বিজিবি ও স্থানীয়রা জানায়,উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড়গড় গ্রামের সুন্দর আলীর ছেলে আক্তার হোসেন নিজেকে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়কের সোর্স পরিচয় দিয়ে তার সহযোগীদের নিয়ে প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে লাউড়গড় সীমান্তের ১২০৫নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে মদ পাচাঁর করছিল।

এসময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সোর্স নুরু মিয়া,রফিকুল ইসলাম,জজ মিয়া ও আমিনুল ইসলামের সহযোগীতায় বিজিবি অভিযান চালিয়ে ৫৬০বোতল মদ আটক করতে সক্ষম হয়। আর বিজিবির উপস্থিতি টের পেয়ে আক্তার হোসেন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। লাউড়গড় বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আজহার এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমার উপরস্থ কর্মকর্তার সাথে আলোচনা করে মদ পাচাঁরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।