Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬:38
পরোক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচনকে অগ্রহণযোগ্য ও অর্থহীন বলে আখ্যায়িত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এ কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের অংশ। স্থানীয় সংস্থা হিসেবে তৃণমূলের জনগণের ক্ষমতায়নের জন্য জেলা পরিষদের বিশেষ গুরুত্ব রয়েছে। জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটেই জেলা পরিষদ নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু যে বিধি-বিধানের ভিত্তিতে জেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে তা আইয়ুবি আমলের পরোক্ষ ভোটের ‘বিডি’ তথা ‘মৌলিক গণতান্ত্রিক’ নির্বাচনের কথাই মনে করিয়ে দেয়।
তারা বলেন, এভাবে পরোক্ষ ভোটের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন হলে, তা প্রকৃতপক্ষে তৃণমূলের জনগণের ক্ষমতায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং গণতান্ত্রিক অধিকারকে আরও সংকুচিত করবে। এভাবে পরোক্ষ ভোটে নির্বাচন করা আমাদের সংবিধানের স্পিরিট এবং তার ৫৯ নং অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, অগ্রহণযোগ্য ও অর্থহীন জেলা পরিষদ নির্বাচনে সিপিবি অংশগ্রহণ করবে না। সিপিবি স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়নের জন্য তার দীর্ঘদিনের লড়াইকে বেগবান করবে। সেই সংগ্রামে জনগণকে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান তারা।