
খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬: মঙ্গলবার দলীয় প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীতে এক আলোচনা সভায় এই দাবি তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
“নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সেনা মোতায়েন চাই। সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সেনা বাহিনী মোতায়েন এবং তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করা প্রয়োজন। কারণ ওইটার এমনিতেই পরিচয় হয়েছে গডফাদারদের শহর।“নারায়ণগঞ্জে সাধারণ মানুষরা যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পায় তাহলে তাদের পছন্দমতো লোককে তারা ভোট দেবে, গডফাদারকে ভোট দেবে না। সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য সেখানে সেনা বাহিনী মোতায়েনের আমি জোর দাবি জানাচ্ছি।।”প্রথম বারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় রাজধানীর লাগোয়া এই সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২২ ডিসেম্বর; প্রার্থিতার আবেদনের শেষ সময় ধরা হয়েছে ২৪ নভেম্বর।এই নির্বাচনে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মেয়র পদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন বিএনপি।নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াতকে এ নির্বাচনে লড়তে হবে বর্তমান মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে।নারায়ণগঞ্জে গত নির্বাচনেও সেনা মোতায়েনের দাবি তুলেছিল বিএনপি। শুরুর দিকে সীমিতভাবে সেনা বাহিনীকে মাঠে রাখার বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইংগিত দেওয়া হলেও পরে তা করা হয়নি। ওই নির্বাচন বর্জনের ক্ষেত্রে বিএনপি সেনা মোতায়েন না করাকে অন্যতম যুক্তি হিসেবে হাজির করে ছিল। সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভা হয়।সভায় সাখাওয়াতের পক্ষে দল-মত নির্বিশেষে সকলকে কাজ করার আহ্বান জানান রিজভী।