খোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬: কুমিল্লা দাউদকান্দিতে গত রাত সাড়ে ১১ টায় দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকারে (নং-ঢাকা মেট্রো গ-২৩-৬৬৮৬) তল্লাশি চালিয়ে ১ রাউন্ড গুলি,১ টি রিভালভারসহ কুমিল্লা বরুড়া উপজেলার নবীপুর গ্রামের আঃ রশিদ ভূইয়ার ছেলে জিয়াউর বাসার ভূইয়াকে(৩৬) আটক করেছে দাউদকান্দি থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান,তার নেতৃত্বে অত্র থানার এ এস আই সৈয়দ দেলোয়ার হোসেন দাউদকান্দি টোলপ্লাজা এলাকার পাখির মোড়ে গতরাতে গাড়ি তল্লাশিকালে ঢাকা অভিমুখী ঢাকা মেট্রো গ-২৩-৬৬৮৬ নং প্রাইভেটকারটি তল্লাশি করে ১ রাউন্ড গুলি,১ টি রিভালভারসহ কুমিল্লা বরুড়া উপজেলার নবীপুর গ্রামের আঃ রশিদ ভূইয়ার ছেলে জিয়াউর বাসার ভূইয়াকে(৩৬) আটক করা হয়েছে।এ ব্যাপারে উক্ত অস্ত্রধারীকে আসামী করে দাউদকান্দি মডেল থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরন করা হবে।