খোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬: সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় ভেতরে ও বাইরের যেকোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে সিলেট জালালাবাদ সেনানিবাসে নবপ্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। এই বাহিনীকে আরো শক্তিশালী করবেন। আপনাদের প্রতি মানুষের অনেক আশা। যেকোনো হুমকি মোকাবিলায় সদা সজাগ থাকতে হবে। শৃঙ্খলা বজায় রেখে আপনারা কাজ করে যাবেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ক্ষুধামুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব। প্রতিটা মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারবে। আমরা দেশকে এমনভাবে গড়ে তুলব, যাতে কেউ আমাদের অবহেলা করতে না পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীর জন্য আমরা আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধ সরঞ্জাম দিচ্ছি। বরিশালে সেনানিবাসে একটি পদাতিক ডিভিশন গঠনের কাজ শুরু হয়েছে। কক্সবাজারে রামুতে আরেকটি পদাতিক ডিভিশন গড়ে তোলা হয়েছে। সারাদেশে এভাবে পদাতিক ডিভিশন গড়ে তুলে আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে শক্তিশালী করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘শুধু দেশের অভ্যন্তরে না, বাংলাদেশের বাইরে শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে কর্মরত সৈনিকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে।’
এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের জালালাবাদ সেনানিবাসে পৌঁছান। বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বেলা ১১টা ৩৫ মিনিটে শাহজালাল (রহ.)-এর মাজারে যান প্রধানমন্ত্রী। মাজারে নফল নামাজ আদায় এবং সূরা পাঠ করেন তিনি।
দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে দুপুর ১টার দিকে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন।