Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী আত্মহত্যা করেছেন মর্মে ময়নাতদন্তের প্রতিবেদন দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ।

আজ বুধবার দুপুরে চমেক হাসপাতালের তিন চিকিৎসকের সমন্বয়ে গঠিত কমিটি এ প্রতিবেদন দেয়।
প্রতিবেদনটি হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা জানান, চমেক হাসপাতালের চিকিৎসকদের তিন সদস্যের বোর্ড ময়নাতদন্তের এ প্রতিবেদন হাটহাজারী থানায় পাঠায়।
গত রোববার রাত পৌনে ৯টার দিকে নিজের বাসার ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফানকে।
পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মহত্যার বিষয়টি অস্বীকার করা হয়। দাবি করা হয়, দিয়াজকে হত্যা করা হয়েছে।