খোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬:
ভারতীয় সেনার ছোড়া ভারী গোলায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাস বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে নয় জনের প্রাণহানি ঘটেছে বলে দাবি জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।
বুধবার ভারতীয় সেনারা সীমান্তে ভারী গোলা বর্ষণ শুরু করে। ওই গোলার আঘাতেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাস বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়েছে।
স্থানীয় ডিএসপি নিলাম ভেলি মাকসুদ আল জাজিরাকে জানান, সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহী বাসটিতে ভারতীয় গোলা এসে আঘাত করে। এতে পুরো বাসটিই বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই নয় জন নিহত হন। এরপর উদ্ধারকারী অ্যাম্বুলেন্স এবং স্থানীয়দের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা সরদার ওয়াহিদ জানান, দুই দেশের পাল্টাপাল্টি গোলা বর্ষণের কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে। অ্যাম্বুলেন্সগুলোও ঠিক সময়ে গন্তব্যে পৌঁছুতে পারেনি।
এ বিষয়ে অবশ্য ভারতীয় সেনা কতৃর্পক্ষ কোনো মন্তব্য করেনি।
তবে ভারতীয় সেনার এক মুখপাত্র দাবি করেন, পাকিস্তান সেনা বাহিনীই বুধবার থেকে ভারতীয় সেনা পোস্টগুলো লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ শুরু করে।
এদিকে ভারী গোলার আঘাতে প্রাণহানির ঘটনা এমন সময় ঘটলো যখন পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের তিন বিএসএফ জওয়ান নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। এর যোগ্য জবাব দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছিল দেশটির সেনা বাহিনী।