খোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬: দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের আন্তর্জাতিক অঙ্গণে যুক্ত করার লক্ষ্যে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) -তে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৩ নভেম্বর ২০১৬, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসানের নিকট ৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ (লাবু)। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এবং মোঃ আমির উদ্দিন পিপিএম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তউহীদ উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউর রহমান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জলিল, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী, কোম্পানী সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়র মোঃ হাবীব উল্লাহ্ সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
২০১৩ সালে বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণের মাধ্যমে সদস্যপদ লাভ করে। ২০১৫ সালে বাংলাদেশের শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক অর্জনের কৃতিত্ব দেখায়। এ ধারাবাহিকতায় এ বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ জন কৃতি শিক্ষার্থী অংশগ্রহণ করবে। শিক্ষাক্ষেত্রে সহায়তা এবং শিশুদের বিজ্ঞানে উৎসাহী করার লক্ষ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।