বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।’বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন’ উপলক্ষে এ সভায় তিনি বলেন,
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরে বিএনপি তারেক রহমানকে নেতা নির্বাচিত করে রেখেছে। কিন্তু আওয়ামী লীগ তাদের নেতা নির্বাচিত করতে পারেনি। তাই তারেক রহমানকে তাদের এত ভয়। তিনি বলেন, তারেক রহমান ১/১১’র সরকারের ষড়যন্ত্রের স্বীকার। ওই সরকার দুই নেত্রীকে মাইনাস করার নামে বিএনপিকে মাইনাস করতে চেয়েছিল।
নেতাকর্মীদের উদ্দেশ্য করেরে মোশাররফ বলেন, বিএনপির প্রধান কাজ হচ্ছে, দেশে গণতন্ত্র, জনগণের নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে দেওয়া। এবং জনগণ যাতে সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পারে, সেই পরিস্থিতি তৈরী করা।
আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ বক্তব্যে রাখেন।