Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
73869b6a23db0517f8dcab590462daba-shakiraখোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬:  ব্যক্তিগত কারণে লাতিন গ্র্যযামি ও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে যেতে পারছেন না, এমনটাই টুইট বার্তায় লিখেছিলেন সংগীত তারকা শাকিরা। ভক্তরা ভেবেছিলেন, খুব বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে গেল কি না! এবার আরেকটি টুইট বার্তায় শাকিরা জানালেন, তাঁর ২১ মাস বয়সী ছোট্ট ছেলে সাশা অসুস্থ হয়ে যাওয়ায় তিনি কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

এখন ছেলে সম্পূর্ণ সুস্থ। তাই শাকিরা খুশি। সাশার জন্য শাকিরার ভক্তরাও প্রার্থনা করেছেন। অনেকেই সাশার উদ্দেশে টুইট বার্তা পাঠিয়েছেন শাকিরাকে। ছেলের সঙ্গে একটি ছবি আপলোড করে শাকিরা টুইটারে ভক্তদের ধন্যবাদ জানালেন তাঁর পাশে থাকার জন্য। ইয়াহু