Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬:75
বাংলাদেশ থেকে এক হাজার চিকিৎসক নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। এরই মধ্যে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আগ্রহপত্র পাঠিয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, বিভিন্ন শ্রেণিতে অভিজ্ঞ, বিশেষজ্ঞ ও অনভিজ্ঞ এক হাজার চিকিৎসক নিতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকিৎসকদের বেতন হবে ৩ লাখ ৬০ হাজার থেকে ৭ লাখ টাকা।
গোলাম মসিহ জানান, ২০০৬ সালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসকদের কাজের সুযোগ বন্ধ হয়ে যায়। চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফরের মাধ্যমে আবারও বাংলাদেশি চিকিৎসদের জন্য সুযোগ তৈরি হয়।
তিনি জানান, শুধু চিকিৎসক নয়, অন্য পেশাতেও সৌদি আরবের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, গত চার মাসে ১ লাখ বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি। বিপুল সংখ্যক ভিসা ছাড় করা হলেও রিক্রুটিং এজেন্সির অতি মুনাফা করার প্রতিযোগিতার কারণে কর্মীরা যেতে পারছেন না।