খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ দশম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা গ্রামের আমির উদ্দিনের কন্যা দশম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর (১৪) বাড়ীতে গত সোমবার রাতে একই গ্রামের আমজাদ হোসেনের পুত্র মমিনুল ইসলাম (১৯) কৌশলে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। মেয়েটির আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে মমিনুলকে আটক করে২২ নভেম্বর রাজারহাট থানায় সোর্পদ করে। এঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করেছে। মঙ্গলবার রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আজিম উদ্দিন জানান, মামলা হয়েছে,ঘটনাটি তদন্ত করা হচ্ছে।