Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬: বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আব্দুল জব্বার (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। বুধবার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আবদুল জব্বার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আমজাদ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে আমতলীর কলাগাছিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত; এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার আব্দুল জব্বারকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে জব্বারের সহযোগীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জব্বারকে আটক করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত জব্বারের মরদেহের ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি শহিদুল্লাহ জানান, আব্দুল জব্বার আন্তজেলা ডাকাতদলের সর্দার এবং দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। নিহত ডাকাত সর্দার আব্দুল জব্বারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে জব্বারকে ধরার জন্য কলাগাছিয়া গ্রামে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি গুলি ছুড়ে পালিয়ে যেতে চান। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হন আব্দুল জব্বার।