খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে শরীয়তপুর জেলা ওলামা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে শরীয়তপুর শহরের রাজগঞ্জ ব্রীজ থেকে কোর্ট চত্তর এলাকা পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ জুড়ে শরীয়তপুরের ধর্মপ্রাণ মুসলমানরা এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মানববন্ধন কর্মসূচীতে শরীয়তপুর জেলা ওলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা মোঃ শফি উল্লাহ, সাধারন সম্পাদক মাওলানা মোঃ ইদ্রিস আলী, মাওলানা আবু বকর, মাওলানা আবদুল কাদের, মাওলানা মোঃ ফারুক হোসেন,মাওলানা শহিদুল্লাহ, মাওলানা মোঃ ইউনুছ , মোঃ আবুল হোসেন সরদার, ক্ওেমে রায়হান কবীর, মোঃ আজিজুল হক, মোঃ মুজাফ্ফর হোসেন,মোঃ আসমত আলী খান,প্রফেসর মোঃ আবু সাঈদ, নাছির আহম্মেদ আলী সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ও শিশুরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মায়ানমারে সেনাবাহিনী কতৃক রোহিঙ্গা মুসলমান নর নারী ও শিশুদের কে নির্বিচারে গুলী করে হত্যা ,হত্যার পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া,মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া এবং মুসলমানদের হত্যার পর গায়ের চামড়া খুলে ফেলার তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা এসব অমানবিক নির্যাতন বন্ধের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো ও বাংলাদেশের সীমানা বর্ডার খুলে দিয়ে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেয়ার দাবী জানানো হয়। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ওলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা মোঃ শফি উল্লাহ, সাধারন সম্পাদক মাওলানা মোঃ ইদ্রিস আলী, মাওলানা আবু বকর।