খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে ধান রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধা ও তার ছেলে আহত হয়েছে। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আহতরা হল মুক্তিযোদ্ধা অশিত সাহা (৭০) ও কার্তিক সাহা (২৮)। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধায়।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বেথুলী গ্রামের কার্তিক সাহা মাঠ থেকে ধান কেটে এনে বাড়ির পাশে একটা ফাকা মাঠে স্তুপ করে রাখে । গতকাল সন্ধায় উক্ত গ্রামের কতিপয় যুবক ব্যাড মিন্টন খেলার জন্য ধান সরিয়ে নেওয়ার কথা বলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডের এক পর্যায়ে কার্তিক সাহার উপর তারা চড়াও হয়। এসময় পিতা অশিত সাহা এগিয়ে আসলে তাদের দুজনকে পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করে। হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।