খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬: ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতের দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঠের একটি ধানক্ষেত তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার শেখরা গোপালপুর গ্রামের সবেদ আলীর ছেলে ইলিয়াস ভাড়ায় ইজিবাইক চালানোর জন্য বাড়ী থেকে বের হয়। তারপর আর বাড়ীতে ফেরেনি সে।
গোবিন্দপুর গ্রামের লোকজন মাঠের ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা পুলিশের।