খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬: বিপিএল-এ আট ম্যাচে চিটাগং ভাইকিংসের পয়েন্ট ৮। সাত দলের মধ্যে টেবিলে দলটির অবস্থান চতুর্থ। শেষ ম্যাচে বরিশালকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে কিছুটা স্বস্তিতে তামিম ইকবালের দল। এ স্বস্তি দীর্ঘায়িত করতে এবার ঢাকায় আসছেন টি-টোয়েন্টির মহাতারকা।
হ্যাঁ, শুক্রবার (২৫ নভেম্বর) জ্যামাইকা থেকে উড়ে আসছেন মারকাটারি ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন ক্রিস হেনরি গেইল।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৭ নভেম্বর) রাতের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে নামবেন গেইল। বিপিএল পুরোটা শেষ করেই দেশে যাবেন ব্যাটিং এ দানব।
ক্যারিবীয় এ বাঁহাতি ওপেনারের বিপিএলে বিগত আসরগুলোর পারফরম্যান্স দেখে আহলাদে আটখানা হতেই পারেন ভাইকিংস সমর্থকরা। গত তিন আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বার্নাস ও বরিশাল বুলসের হয়ে ১০ ম্যাচ খেলে ৭৭.২৮ গড়ে ১৮৬.৫৫ স্ট্রাইক রেটে করেছেন ৫৪১ রান। ১০ ইনিংসে বিপিএল ক্যারিয়ারে তার রয়েছে তিনটি শতক ও একটি অর্ধশতক।
গেইলের অতীত রেকর্ড বড় কিছুর স্বপ্ন দেখালেও ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল নিশ্চয়ই দলে একক নির্ভরতা চাইবেন না। বিপিএল শুরুর আগেই দলের স্থানীয় জুনিয়র ক্রিকেটারদের তামিম বলেছিলেন, ‘বিদেশি তারকা ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকলে চলবে না। তোমরা তাদের ছায়া হয়ে থেকো না, পারফর্ম করে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো। বাংলাদেশ দল এখন আগের জায়গায় নেই।’
তামিমের কথা মতো অবশ্য চিটাগংয়ের স্থানীয় ক্রিকেটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। দলটি হয়ে পড়েছে বিদেশি ক্রিকেটার নির্ভর। চিটাগংয়ের চার বিদেশি মোহাম্মদ নবী, শোয়েব মালিক, ডোয়াইন স্মিথ, ইমরান খান পারফর্ম করে টেনে তুলেছেন দলটিকে।
তবে বাকি ছয় স্থানীয় ক্রিকেটাররাই দেখাচ্ছেন দাপট। বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটিংয়ে শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদি মারুফ। এ ডানহাতি ব্যাটসম্যান সাত ম্যাচে করেছেন ২৪৪ রান। সমান সাত ম্যাচে বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিমের রান ২৩৬।
তৃতীয় অবস্থানে থাকা শাহরিয়ার নাফীসের রান ২২৫। সর্বোচ্চ রান করায় পরের তিনটি নাম তামিম ইকবাল (২২৩), মুমিনুল হক (২১৬), সাব্বির রহমান (২১০)। তালিকার সপ্তম নামটি আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদের (২০৬)।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় মোহাম্মদ নবী। আট ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন এ অফস্পিনার। পরের দু’টি নাম বাংলাদেশি দুই পেসার মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলামের। সাত ম্যাচে নবীর সমান ১৪ উইকেট নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের শহীদ। খুলনা টাইটানসের শফিউল নিয়েছেন ১৩ উইকেট।
বিপিএলের এবারের আসরে ইনিংসে পাঁচ উইকটে নেওয়া দু’জনই বাংলাদেশি বোলার। রাজশাহী কিংসের আবুল হাসান রাজু ও চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ পাঁচটি করে উইকেট নিয়েছেন ভিন্ন দুই ম্যাচে।
বিপিএলের শুরুটা হয়েছিল ঢাকায়। টানা ১৩টি ম্যাচের পর চট্টগ্রামে হয়েছে আরও ১১টি ম্যাচ। বিপিএলের এবারের আসরের ফাইনালসহ ম্যাচ ৪৬টি। বিরতি কাটিয়ে বাকি ২২টি ম্যাচের জন্য প্রস্তুত শের-ই-বাংলা স্টেডিয়াম।
শুক্রবার (২৫ নভেম্বর) শুরু হচ্ছে ঢাকা পর্বের দ্বিতীয় ও শেষ ধাপ। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। লড়াইয়ের শেষ ধাপে নামতে প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররাও।
বুধবার (২৩ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে রাজশাহী কিংস। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অবশ্য সবক’টি দলই দুই ঘণ্টা করে অনুশীলন করবে একাডেমি মাঠে। ক্রিকেটারদের পদচারণায় বৃহস্পতিবার থেকে আবার মুখর হয়ে উঠবে হোম অব ক্রিকেট।
শুক্রবার (২৫ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে রাজশাহী কিংস। সন্ধ্যায় মুশফিকুর রহিমের বরিশাল বুলসের প্রতিপক্ষ-মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। মুখোমুখি প্রথম দেখায় বরিশালকে ২২ রানে হারিয়েছিল খুলনা।