Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬: 10সর্বোচ্চ করদাতার স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ’কে (বিএটিবি) ‘ট্যাক্স পেয়ার কার্ড’ সম্মননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। বৃহস্পতিবার এনবি আর ভবনে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিএটিবি’র চেয়ারম্যান গোলাম মইনুদ্দিন’র হাতে এ কার্ড হস্তান্তর করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

গত কয়েক বছর ধরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ সর্বোচ্চ কর দিয়ে আসছে, শুধু ২০১৫-২০১৬ অর্থ বছরেই প্রতিষ্ঠানটি কর দিয়েছে ১৫ হাজার কোটি টাকা।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুহিত বলেন, যারা কর দিচ্ছেন তারা দেখছেন কর দেওয়া কোনো হয়রানি নয়। বরং এর মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। যারা কর আদায় করছেন তারাও দেশের সেবা করছেন। আয়কর দিতে যুবকদের মধ্যে বেশি উৎসাহ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আয়কর দেওয়া একজন ব্যক্তির জন্য অনেক গৌরবের। দেশের উন্নয়নে আয়কর গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও সদস্য মো. আবদুর রাজ্জাক প্রমুখ।