খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শুক্রুবার ভোর রাতে আমড়াখালি চেকপোষ্ট এলাকা থেকে ৩৪ নারী শিশু ও পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতরা যশোর নড়াইল বরিশাল সাতক্ষিরা বাগেরহাট জেলার অধিবাসি। এদের মধ্যে ১৮ নারী ৫শিশু ও ১১পুরুষ রয়েছে। তাদেরকে শুক্রবার যশোর কোট হাজতে প্রেরন করবে পুলিশ।
যশোর ২৬ বিজিবি অধিনায়ক লে: কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান,,মিথ্যা আশ্বাস সহ কাজের প্রলোভনে বিাভন্ন সীমান্ত পথে ভারতে যায় এসব বাংলাদেশী। সীমান্ত পথে দেশে ফেরাকালে বিজিবির হাতে আটক হয় তারা। পোর্ট থানায় তাদেরকে সোপর্দ করে বিজিবি। আটককৃতদের অবৈধ অনুপুবেশের অভিযোগে যশোর কোট হাজতে প্রেরন করা হবে বলে জানান পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।