Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬: 18kমায়ানমারের রাখাইন প্রদেশে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের উপর সরকারের লেলিয়ে দেয়া সেনা বাহিনী জুলুম নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

আজ শুক্রবার জুমার নামাজের পর নগরীর লালদীঘির পাড়ে আওয়ামী লীগের নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে যুদ্ধের বিজয় মেলা পরিষদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হেফাজতে ইসলাম চট্টগ্রাম পৃথক ভাবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

জুমার নামাজের পর লালদীঘি পাড়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মায়ানমারে সামরিক জান্তা যেভাবে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন করছে তা খুবই ন্যাক্কারজনক। তিনি অবিলম্বে মুসলিম নির্যাতন বন্ধের দাবী জানান। এ সময় “নারায়ের তকবীর আল্লাহু আকবর শ্লোগানে নেতাকর্মীরা রাজপথ প্রকম্পিত করে বিশাল মিছিল বের করে।

এ দিকে আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গনে জমার নামাজের পরপরেই বিশাল প্রতিবাদ সমাবেশে হেফাজত ইসলামের নেতারা বলেন, মায়ানমারে মুসলিম নির্যাতন বন্দ করা না হলে বাংলার তোহিদী জনতা সীমান্তপাড়ি দিয়ে তার প্রতিশোধ নেবে। নেতৃবৃন্দ সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, মায়ানমার মুসলমানদের সাহায্য করতে কক্সবাজার টেকনাফ সীমান্ত খুলে দেন। এসময় মাওলানা জুনায়েদ বাবু নগরী,মাওলানা মাঈনুদ্দিন রুহীসহ হেফাজত ইসলামের জেলা ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।