Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
armykamanখোলা বাজার২৪, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬: ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর বৃহস্পতিবার জানিয়েছেন, ভারত সরকার ১৪৫টি আল্ট্রা লাইট হুইৎজার কামান কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। জানা যায়, চীনের সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্যই এই অত্যাধুনিক কামানগুলি কেনা হচ্ছে। কামানগুলি পাহাড়ি এলাকায় ব্যবহারের উপযোগী। যা হেলিকপ্টার থেকেও ব্যবহার করা যাবে। পাকিস্তান ও চীন সীমান্তের পাহাড়ি এলাকাগুলিতে এগুলো মোতায়েন করা হবে বলে ভারতীয় মিডিয়ায় জানানো হয়েছে।

ভারত সরকার দেশটির সেনাবাহিনীর জন্য ১৯৮৭ সালে বোফোর্স কেনার পর এই প্রথম নতুন করে কোনো অস্ত্র কিনতে যাচ্ছে। আর এই অত্যাধুনিক আল্ট্রা লাইট হুইৎজার কামানগুলি কিনতে ভারত সরকার খরচ করবে ৭৫০ মিলিয়ন ডলার। ১৪৫টি কামানের মধ্যে ২৫টি আনার সাথে সাথেই ব্যবহার করা যাবে বলে জানা যায়।