খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: অ্যাপভিত্তিক পরিবহন ব্যবস্থা ‘উবার’কে স্বাগত জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা উবারের বিপক্ষে নয়। তবে উবারের মতো আধুনিক এ পরিবহন ব্যবস্থা নিয়মতান্ত্রিক পন্থায় আসতে হবে।
শনিবার সকালে বনানীর কাকলী বাসস্ট্যান্ডে জনসচেতনতা সৃষ্টিতে ‘সড়ক নিরাপত্তা ক্যাম্পেইনে’ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যারা উবার নিয়ে এসেছে, তারা সরকারের কাছে এটি পরিচালনায় অনুমতি নেয়নি। একটি নিয়মের মধ্য দিয়ে এটিকে জনগণের সেবায় আনতে হবে। সরকার এমন ডিজিটাল ব্যবস্থাকে অবশ্যই স্বাগত জানায়।তবে তা নিয়মতান্ত্রিক পন্থায় আসতে হবে।
মন্ত্রী বলেন, সড়কে ফ্রি স্টাইলে গাড়ি চালানো যাবে না। যারা মোবাইলে ইয়ার ফোন কানে দিয়ে মধুর গানের সুরে সুরে গাড়ি চালান তাদেরকে সাবধান করা হচ্ছে। তারা এসব অভ্যাস পরিত্যাগ করতে হবে।
তিনি বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে, একই সঙ্গে পথচারীদের সচেতন হতে হবে রাস্তা পারাপারে। দুর্ঘটনা প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই জান-মালের ক্ষতি রোধ করা সম্ভব।
সড়ক নিরাপত্তায় গণসচেতনতায় এসময় অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন, মডেল অভিনেতা মনির খান শিমুল, চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, ওমর সানি, লিটু আনাম, সঙ্গীতশিল্পী এসআই টুটুল।
এছাড়া গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ ও বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।