Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
tyfguy7guyguyguyguyখোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: ২৬ নভেম্বর, ২০১৬ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় মিল্কভিটার প্রধান কার্যালয়, ১৩৯-১৪০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এ প্রতিষ্ঠানটির ৩৬তম বার্ষিক সাধারণ সভা-২০১৬ অনুষ্ঠিত হয়। সভায় মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু সভাপতিত্ব করেন। বাংলাদেশের বিভিন্ন দুগ্ধ এলাকা থেকে আগত ৬ জন সমবায়ী বক্তব্য পেশ করেন এবং মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন(অতিরিক্ত সচিব) ২০১৬-২০১৭ বছরের বাজেট পেশ করেন। তিনি জানান ২০১৫-১৬ আর্থিক বৎসরে সমবায়ীদের সম্পূরক দুগ্ধ মূল্য বাবদ ৬.২৭ লক্ষ টাকা পরিশোধ করার পরও মোট ১২.১১ লক্ষ টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে এবং ১৫ কোটি টাকা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে এফডিআর হিসেবে রাখা হয়েছে; ২০১৬-২০১৭ অর্থ বৎসরের প্রস্তাবিত রাজস্ব বাজেটে মোট আয় প্রস্তাব করা হয়েছে ৬৩৩০৪.৫৪ লক্ষ টাকা এবং মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ৬১২২০.৭১ লক্ষ টাকা। ফলে রাজস্ব বাজেটে উদ্বৃত্ত ২০৮৩.৮৩ লক্ষ টাকা। ২০১৬-২০১৭ অর্থ বৎসরের প্রস্তাবিত মূলধন বাজেটের মোট তহবিল ২৯৫৯৪.৯৫ লক্ষ টাকা এবং মোট বিনিয়োগও ২৯৫৯৪.৯৫ লক্ষ টাকা ধরা হয়েছে। সভায় সাড়া বাংলাদেশের দুগ্ধ উৎপাদনকারী ৩জন শ্রেষ্ঠ সমবায়ী ও ৩টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।