খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সেলিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা এলাকার বোর্ড অফিস বাজারের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার পঞ্চগড় জেলা সদরের উত্তর জালাসীপাড়া এলাকার লুৎফর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লুৎফর তার স্ত্রী সেলিনা আক্তার ও মেয়ে লামিয়া (৩) কে নিয়ে মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে অমরখানা এলাকায় তার শশুরবাড়িতে যাচ্ছিলেন। বোর্ড অফিস এলাকায় পৌছালে হঠাৎ করে ভারসাম্য হারিয়ে সেলিনা আক্তার মেয়েকে নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সেলিনা আক্তারের মৃত্যু হয়। আহত লুৎফর ও মেয়ে লামিয়াকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঐ গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।