খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: ময়মনসিংহ শহরে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভিতরে মেহেদী হাসান রবিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ জীবন নামে তার এক সহপাঠিকে আটক করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে শহরের ত্রিশাল বাসস্টেন্ড সংলগ্ন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভিতরে মেহেদী হাসান রবিন নামে এক যুবককে এলোপাতারি কুপিয়ে গুরুতর আঘাত করলে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তবে কি কারনে এই হত্যাকান্ড পুলিশ প্রাথমিক ভাবে কিছু বলতে পাারছেনা।
হত্যাকান্ডের ঘটনায় পুলিশ জীবন নামে তার এক সহপাঠিকে আটক করেছে।