খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলেকে মারধর মামলায় দিপংকর নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকালে কালীগঞ্জ উপজেলার বেখুলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামের মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলেকে পিটিয়ে গুরতর আহত করে একই গ্রামের দুই বখাটে দিপংকর ও রাজা।
ওই দিন রাতে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অসিত বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর শুক্রবার মামলার ১ নম্বর আসামী রাজাকে ও আজ সকালে অন্য আসামী দিপংকরকে গ্রেফতার করে পুলিশ।