খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬:
সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী রাজনীতির মহান নেতা, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। শনিবার দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া শোকবার্তায় বলেছেন, বিশ্বব্যাপী নির্যাতিত নিপিড়িত জনতার মুক্তি আর অধিকার আদায়ে ফিদেল ক্যাস্ত্রোর অবদান আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অনুপ্রেরনার উৎস হয়ে থাকবে। বিবৃৃতিতে নেতৃদ্বয় কিউবার শোকসন্তপ্ত জনগনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। নেতৃদ্বয় বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর সমর্থন বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু ও সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
