Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
dsc_0045খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, মিয়ামনারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি-সহ বিশ্বের সকল মানবতাবাদী রাষ্ট্রের ভূমিকা পালন করা উচিত। তাদের মনে রাখা উচিত রোহিঙ্গাদের গণহত্যার কারণে মানবতা আজ পদদলিত-লাঞ্চিত। তিনি বলেন, মিয়ানমারে মুসলিম সম্প্রদায়ের ওপর যেভাবে হত্যা, নির্যাতন চালানো হচ্ছে কিন্তু জাতিসংঘ ও ওআইসি কোন প্রতিবাদ করছে না। ওআইসিকে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখার আহ্বান জানিয়ে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জাতিসংঘে প্রস্তাব আনার দাবী জানান।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে এবং জাতিসংঘের মধ্যস্থতায় তাদেরকে নিজ দেশে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কে কোন ধর্মের বা কোন সম্প্রদায়ের সেটি বিবেচ্য বিষয় নয় মানবতার পক্ষে আমাদেরকে একযোগে কাজ করতে হবে এবং সকলকে এই বিষয়ে সোচ্চার প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে তিনি সরকারের প্রতি রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে দেশের সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করে রোহিঙ্গা পরিস্থিতি উত্তরণের জন্য আহ্বান জানান।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির মহাসচিব এম.এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, গণ সাংস্কৃতিক দলের সভাপতি এস. আল মামুন, কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আজাদ মাহাবুব, যুগ্ম মহাসচিব নুরুল কবির পিন্টু, দপ্তর সম্পাদক আল আমিন ভূইয়া রিপন, অর্থ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক এরশাদুর রহমান, ঢাকা মহানগর সভাপতি আলী হোসেন ফরাজী, নগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুব কল্যাণ সভাপতি জোবায়ের নাহিদ, সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান, মুসা মিয়া মজুমদার, রফিকুল ইসলাম কিরন প্রমুখ।dsc_0044

সভাপতির বক্তব্যে সৈয়দ ইবরাহিম বীর প্রতীক বলেন, রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলায় বিশ্ব মানবতা আজ পদদলিত। মায়ানমার রোহিঙ্গা ইস্যুতে সরকারকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘসহ মুসলিম বিশ্বকে কার্যকরী ভূমিকা গ্রহণের অনুরোধ জানান এবং তাদেরকে আশ্রয় দিয়ে জীবন রক্ষা করুন এবং পরবর্তীতে নিজ দেশে পুনর্বাসনের ব্যবস্থা করুন।