খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ বিগ বাজেটের টিম শেখ রাসেলের পূর্ন পয়েন্ট অর্জন। বিপিএল জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ম্যাচের শুরু থেকেই শেখ রাসেলের মুহ মুহ আক্রমন ঠেকাতে ব্যাস্ত থাকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের রক্ষনভাগ।এক প্রকার আক্রমনের ফোয়ারা বয়ে দেয় শেখ রাসেল। ৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ আসে শেখ রাসেলের। বামপ্রান্ত থেকে একটি সংঘবদ্ধ আক্রমন। জামাল ভুইয়ার ক্রস থেকে ডি বক্সে বল পেয়ে যায় ক্যামেরুনের আক্রমণভাগের খেলোয়াড় ইকাঙ্গা। কিন্তু তার নেয়া হেড সাইড বার ঘেষে বাইরে চলে যায়। ১৩ মিনিটে বল গোল জালে জড়িয়ে দিলেও শেখ রাসেলকে বঞ্চিত করে বির্তকিত রেফারী আনিসুর রহমান সাগর। বিদেশী সাবেস্টিয়ান এবং রুম্মন নেয়া দেয়া করে ডি-বক্সে ঢুকে পড়েন। রুম্মানের নেয়া শট গোল বারে জড়িয়ে গেলেও তা অফ সাইডের ‘অজুহাতে’ বাতিল করে দেয় রেফারি। ৩৬ মিনিটে শেখ রাসেলের অধিনায়ক আতিকুর রহমান মিশুর বাম পায়ের কর্ণার থেকে ইকাঙ্গা দর্শনীয় হেড লিড নেয় শেখ রাসেল। উল্লাসে মেতে ওঠে শেখ রাসেল। এগিয়ে যায় ১-০ গোলে। ৪৪ মিনিটে সংঘবদ্ধ আক্রমন থেকে ব্যবধান দ্বিগুন করার সুযোগ তৈরি হয়। বামপ্রান্ত থেকে ইকাঙ্গা ডি বক্সে ঢুকে রনির উদ্দেশ্যে মাইনাস করলেও তা পা ছোঁয়াতে ব্যর্থ হয়। রনি সুবর্ণ সুযোগ পেয়েও গোল করতে না পারায় নিশ্চিত আরেকটা গোল থেকে বঞ্চিত হয় শেখ রাসেল। অতিরিক্ত সময়ে ফের এগিয়ে যাওয়ার সুযোগ আসে শেখ রাসেলের। মিশুর নেয়া ফ্রি কিক থেকে গোল বারের শট নেয় সাবেসস্টিয়ান বাম পায়ে শট নিলেও তা সাইড বারে লেগে চলে যায় বাইরে।
দ্বিতীয়ার্ধে একই ধারাবাহিকতা বজায় রাখে শেখ রাসেল। মধ্য মাঠ দখলে নিয়ে নেয় শেখ রাসেল।দুই প্রান্ত দিয়ে আক্রমন করতে থাকে শেখ রাসেল।৮১ মিনিটে শেখ রাসেলের অধিনায়ক আতিকুর রহমান মিশুর বাম পায়ের লব থেকে ইকাঙ্গা দর্শনীয় হেডে ২-০ তে এগিয়ে যায় শেখ রাসেল।ম্যাচের শেষের দিকে একটি সুযোগ তৈরী করেছিল মুক্তিযোদ্ধা। ৮৭ মিনিটে মুক্তিযোদ্ধার মধ্যমাঠের খেলোয়ার মোবারকের বাড়ানো বল বক্সের ভিতর দলীয় মধ্যমাঠের খেলোয়ার সাইমুন ইজোডিকাকে শেখ রাসেলের ডিফেন্ডার অবৈধভাবে বাধা দিলে রেফারী এড়িয়ে যায়।এরপর শেখ রাসেল আরেকটি সুযোগ পায় গোল করার কিন্তু অতিরিক্ত সময়ে ইকাঙ্গার বাড়ানো বল রনি শট নিতে ব্যার্থ হলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। ১৭ ম্যাচে ২৩ প্রথম লীগে ৩ -০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাথে হারে শেখ রাসেল ।এবার চট্টগ্রামে ২-০ তে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে শেখ রাসেল ।তাদের সংগ্রহ ১৭ ম্যাচে ১৯।
ম্যাচ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু বাজে রেফরীংয়ের কথা বলে জানান আমাদের নিশ্চিত পেনাল্টি দেয় নাই রেফারী।আর অবশ্য আমাদের দলের বেশ কয়েকজন খেলোয়ার অসুস্থ সেজন্য দলের এ অবস্থা।
আর শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ শফিকুল ইসলাম মানিক জানায় আমি আসার আগে ৬ ম্যাচে দলের সংগ্রহ ছিল ১ ।অবশ্য এটা কাটিয়ে এখন শেখ রাসেল অনেকটা রেলিগেশন মুক্ত অর্থাৎ ১ ম্যাচ বেশী খেলে ১৭ খেলায় অষ্টম স্থানে আছে আমার দল।