Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬:  jamalpur-photo-01বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, গনতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে আনতে সরকারকে বাধ্য করতে হবে। তিনি জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি আজ বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন। স্থানীয় সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে সম্মেলনে সভাপত্বিত করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান। সম্মেলনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহীন প্রিন্স, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এম পি এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক এমপি সুলতান আহম্মেদ বাবু, শাহিদা আক্তার রিতা, খালোদা জিয়ার উপদেষ্ঠা আব্দুল কাইয়ুম, মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল আরো বলেন, এই সরকার জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। ২০১৪ সালে নির্বাচনের মতো নির্বাচন করে আবারো ক্ষমতায় আসতে চায়। তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এ সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান। তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার বলে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এটা দেশবাসী কখনই করতে দেবে না। তিনি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানান।