খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: বিপিএল জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে সমতায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দু দলকে।
শেখ জামাল ধানমন্ডি ও টিম বিজেএমসির মধ্যকার খেলায় আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলতে থাকে দু দল।প্রথম সুযোগটি পায় শেখ জামাল ধানমন্ডি।ষ্ট্রাইকারের ব্যার্থতায় এগিয়ে উঠা হয় নি তাদের।২৮ মিনিটে শেখ জামাল ধানমন্ডির মধ্যমাঠের খেলোযাড় ল্যান্ডিং থেকে থ্রু পাস পেয়ে ফরোয়ার্ড এনামুল একক প্রচেষ্টায় বল নিয়ন্ত্রনে এনে বক্সে ঢুকে টিম বিজেএমসির আগোয়ান গোলরক্ষক হিমেলের গায়ে মেরে দিলে নিশ্চিত গোল থেকে রক্ষা পায় বিজেএমসি।এরপর ছোট ছোট পাসে একটু গুছিয়ে খেলতে থাকে টিম বিজেএমসি।৪০ মিনিটে বাম প্রান্ত থেকে বদলী খেলোয়াড় আলী আকবর কানন বক্সে মাইনাস করলে ফরোয়ার্ড কিংসলে বল নিয়ন্ত্রনে এনে শট নেবার মুহুর্তে অবৈধভাবে পেছন থেকে জামালের ডিফেন্ডার মিলকি মেনডি ফাউল করলে রেফারী জসিম উদ্দিন পেনাল্টির বাশি বাজান ।সেই সাথে উপহার হিসাবে হলুদ কার্ড দেন জামালের ডিফেন্ডার মিলকি মেনডিকে।পেনাণ্টি থেকে সামসুন ইলিয়াসু গোল করলে ১-০ গোলে প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে শেখ জামাল।তবে গোল পেতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।৬১ মিনিটে জামালের ডিফেন্ডার দিদারের লব থেকে সযোগ সন্ধানী এমেকার হেড বল জালে ঠাই নিয়ে ১-১ গোলে সমতায় ফিরে শেখ জামাল।অবশ্য লব হবার সময় প্রেস বক্স খেকে শেখ জামালে ৩ জন খেলোয়াড় পরিষ্কার অফসাইডে ছিল মনে হয়েছে অবশ্য রেফারী গোলের বাশি বাজায়।এর পর দু দলই কিছুটা বল প্রয়োগ করে খেলতে থাকে।
৭৮ মিনিটে টিম বিজেএমসির ফরোয়ার্ড বাবলুর থ্রু পাস থেকে ইলিয়াসুর শর্ট সাইডবার ঘেষে বাইরে চলে গেলে
শেখ জামালের কোচ জসি খেলা শেষে বলেন খেলোয়াররা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি।ইনজুরি সমস্যা ছিল অনেকের ।এদিকে টিম বিজেএমসির কোচ জাকারিয়া বাবু বলেন রেফারিং যদি একটু সেমিলার হয় তা হলে খেলার মান একটু ভালো হয়।আর ভাগ্যদেবী সহায়তা করেনি ও জানান তিনি।
১৭ খেলা শেষে শেখ জামালের সংগ্রহ ২৯ নিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে ও টিম বিজেএমসি সংগ্রহ ১৭ খেলায় ১৭ পয়েন্ট অবস্থান নবম স্থানে।