Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

92খোলা বাজার২৪, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬: পঞ্চসার ইউনিয়ন আওয়ামীলীগ ও পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষে প্রায় কয়েক হাজার জনগণ নিয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদেরর সামনে থেকে একটি বিশাল র‌্যালী বের করে মুন্সীগঞ্জ শহরস্থ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বাসভবনে এসে শেষ হয়। পরে মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি সাবেক সংসদ বীরমুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব মোঃ মহিউদ্দিন কে দলীয় মনোনয়ন দেওয়ায় গণ সংবর্ধনা প্রদান করেন।
শনিবার দুপুর ১২টার সময় গণসংবর্ধণায় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, আওয়ামীলীগ নেতা খাজা বাহ্উদ্দিন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের তৃনমূল পর্যায়ে নেতা-কর্মী। পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ গোলাম মোস্তফা, প্যানেল চেয়ারম্যান (১) গোলাম মাওলা, (২) মোশারফ হোসেন, মেম্বার ইমরান হোসেন, শামীম আহমেদ, সালামত উল্লাহ সহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান গোলাম মোস্তফা শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের বলেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মুন্সীগঞ্জের লৌহ মানব, মাটি মানুষের নেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন কে দলীয় মনোনয়ন দিয়ে আমরা জননেত্রীর মনোনীত প্রার্থীকেই আগামী ২৮ শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে ঘরে ফিরব-জয় আমাদের নিশ্চিত ইনশাল্লাহ।