খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬: নড়াইলের লোহাগড়ায় রোববার দুপুরে (২৭ নভেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩১২ তম লোহাগড়া শাখার শুভ উদ্বোধন করা হয়েছে । লোহাগড়া বাজার সংলগ্ন রামনারায়ন পাবলিক লাইব্রেরি মার্কেট ভবনের দোতলায় ব্যাংকের নতুন শাখার শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী। এ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক জয়নাল আবেদীন, প্রফেসার ড.মোঃ সিরাজুল করিম, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা, পৌর মেয়র মোঃ আশরাফুল আলম, ব্যাংকের লোহাগড়া শাখার ব্যবস্থাপক হাসান মোরশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, রামনারায়ন পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আলী আখিদুল, অধ্যক্ষ প্রফেসর এসএম এনামুল কবীর, সাবেক অধ্যক্ষ শা.ম. আনয়ারুজ্জামান, লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, শ্রাবণ মিডিয়ার প্রধান নির্বাহী এস,এম ইকবাল হাসান শিমুল, বণিক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অজয় কান্তি মজুমদার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লোহাগড়ার সাধারণ মানুষের কাছে সঠিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করবে ইসলামী ব্যাংক। আমরা শুধূ বড়লোকদেরই ব্যাংক থাকবো না, আমরা সবারই সেবা করে প্রমাণ করবো ইসলামী ব্যাংক সবার ব্যাংক। আমরা এ এলাকা থেকে অর্জিত অর্থ এই এলাকার উন্নয়নেই বিনিয়োগ করবো।