Wed. Oct 22nd, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬:44
আগামী ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী বা বিশেষ বাহিনী মোতায়েন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আজ রোববার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবদুল্লাহ এ কথা বলেন।
এ ছাড়া নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন প্রশ্নে বিএনপির দাবির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব জানান, এখনো নির্বাচন কমিশনের কাছে এ ধরনের দাবি জানানো হয়নি। কমিশনে সুনির্দিষ্ট লিখিত দাবি জানালে বিষয়টি আমলে নেওয়া হবে।
এদিকে, এবারের ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে না। নতুন ভোটার হতে ইচ্ছুকরা থানা নির্বাচন অফিস, ইউনিয়ন বা পৌরসভায় কার্যালয়ে গিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার হতে পারবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ ডিসেম্বর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইতিহাসে এটি দ্বিতীয় নির্বাচন।