Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬: 51চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে হত্যা- প্রবাসী এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডিত ব্যাক্তির নাম শামশুদ্দিন বাহাদুর (৫৩)।আজ রবিবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ-১ মোহাম্মদ শাহে নূর এর আদালত এ রায় ঘোষণা করেন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন বার্তা সংস্থা এনবিএসকে জানান, আসামী শামশুদ্দিন বাহাদুরের বিরুদ্ধে দাযেরকৃত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড রায় দিয়েছেন।রায় ঘোষণাকালে আসামি শামশুদ্দিন আদালত উপস্থিতি ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সুত্রে জানাগেছে, চট্টগ্রাম মহানগরীর উত্তর খুলশী এলাকার বাসিন্দা শামশুদ্দিন বাহাদুর দীর্ঘ দিন কর্মসূত্রে প্রবাসী ছিলেন। কিন্তু কয়েক মাস পরপরই তিনি দেশে ফিরে শশুর পক্ষ থেকে যৌতুকের জন্য স্ত্রী নূর নাহারকে চাপ দিতো এবং শাররিক নির্যাতন চালাতো।নূর নাহারের বাবা আমীর ছফা মেয়ের উপর নির্যাতন বন্ধ করতে বাধ্য হয়ে মোটা অংকের যৌতুকও দিয়েছে কয়েকবার। কিন্তু লোভি শামশুদ্দিন স্ত্রীর উপর নির্যাতন অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি ব্যাপক মারধরের পর শ্বাসরোধ করে নূর নাহারকে হত্যা করে। এবং লাশ বাথরুমে ঝুলিয়ে রেখে বাহাদুর তার স্ত্রী আত্মহত্যা বলে প্রচার করে। কিন্তু শ্বশুর পক্ষ তাদের মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে থানায় হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় ২০১১ সালের ৩০ জুন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিএমপি খুলশী থানা পুলিশ। ২০১২ সালের ১২ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। প্রায় ৭ বছর মামলা চলাবস্থায় মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।