খোলা বাজার২৪, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ :
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে সুন্দরবনের শান্ত ও আলম বাহিনী
স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মধ্যস্থতায় সুন্দরবনের আরেকটি দস্যু বাহিনী আত্মসমর্পণ।
এবার আত্মসমর্পণ করা দলটির নাম খোকা বাবু গ্রুপ।
সোমবার বেলা সাড়ে ১১টায় ওই গ্রুপের ১২ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
বরিশাল র্যাব-৮ এর কার্যালয়ে আত্মসমর্পণ অনুষ্ঠান চলছে।
এতে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র জমা দেন দস্যু দলের সদস্যরা।
র্যাব হেফাজতে ইতিমধ্যে তারা ২২টি বন্দুক ও ১ হাজার রাউন্ড গুলি জমা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে সুন্দরবনকে দস্যুমুক্ত করার চেষ্টায় যুক্ত হয় যমুনা টিভি। আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করে এ পর্যন্ত বেশ কয়েকটি দস্যু বাহিনীকে আত্মসমর্পণে সহায়তা করে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।
আত্মসমর্পণকারী দস্যু বাহিনীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার আত্মসমর্পণ করতে যাচ্ছে খোকা বাবু বাহিনী।