খোলা বাজার২৪, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ :
হাঙ্গেরির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং-৭৭৭ বিশেষ ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এ কথা বলেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। পরে সেখানে মেরামত শেষে একই ফ্লাইটে প্রধানমন্ত্রী হাঙ্গেরির উদ্দেশে যাত্রা করে।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ৫ মিনিটে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নিরাপদে পৌঁছায়।