Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ জাল (অবৈধ) ভোট পড়েছে বলে অভিযোগ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, জাল ভোটগুলো বাদ দিলে তিনি পপুলার ভোটেও জয়লাভ করতেন। খবর বিবিসি’র।
প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেক্টোরাল কলেজ জয়ী ট্রাম্প অবশ্য তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।
গ্রিন পার্টির প্রার্থী উইসকনসিন রাজ্যে পুনঃভোট গণনার উদ্যোগ নিলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন এতে সমর্থন জানান। এরপরই এমন মন্তব্য করেন বিজয়ী রিপাবলিকান প্রার্থী।
নির্বাচনে হিলারি ক্লিনটন ট্রাম্পের চেয়ে প্রায় ২০ লাখ বেশি পপুলার ভোট পেয়েছেন। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ (রাজ্যভিত্তিক ভোট) জয় নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় ট্রাম্প লিখেন, ‘ইলেক্টোরাল কলেজে ভূমিধস বিজয় ছাড়াও যদি লাখ লাখ জাল ভোট বাদ দেয়া হয়, পপুলার ভোটেও আমি বিজয়ী হবো।’
এদিকে উইসকনসিন ছাড়াও মিশিগান ও পেনসিলভানিয়া রাজ্যেও পুনরায় ভোট গণনার আবেদন করা হয়েছে। ফলাফল নির্ধারণী এ সবক’টি রাজ্যে স্বল্প ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্প ভার্জিনিয়া, নিউহ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়ায় ‘মারাত্মক ভোট জালিয়াতির’ অভিযোগ করেন। তিনি বলেন, মার্কিন গণমাধ্যম এনিয়ে কোনো খবর প্রচার করেনি। এ তিন রাজ্যে বিজয়ী হয়েছিলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি।